তাড়াশ

তাড়া‌শে কলেজের ২০ বছর পূর্তি উৎসবে ছাত্রছাত্রীদের মিলন মেলা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে জে আই টেকনিক্যাল এন্ড বিসনেজ ম্যানেজমেন্ট কলেজের ২০ বছর পূর্তি ও পূনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে দিনব্যাপী এই আয়োজন নানা কর্মসূচির মধ্যে দিয়ে শুরু হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। ২০ বছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় ডা: হাফিজা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা:মো:আব্দুল আজিজ। এছাড়া উ‌প‌জেলা উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি আব্দ‌ুল হক, সাধারণ সম্পাদক স‌ঞ্জিত কর্মকার, উপ‌জেলা চেয়ারম্যান অধ্যক্ষ ম‌নিরুজ্জামান ম‌নি, ভাইস চেয়ারম্যান আ‌নোয়ার হো‌সেন খান, ম‌হিলা ভাইস চেয়ারম্যান ম‌র্জিনা ইসলাম, উপজেলা মহিলা আওয়ালীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ, সাবেক সভাপতি আনিছ প্রধান, জে আই টেকনিক্যাল এন্ড বিসনেজ ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাফর ইকবালসহ কলেজের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।