তাড়াশ হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরি
হাদিউল হৃদয় ,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং-১৮৫. জিডি সূত্রে জানা যায়, ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের ভিতরে উপজেলার পৌষার গ্রামের মৃত: হাজী বেলায়েত হোসেনের ছেলে মো: মোক্তার হোসেন তার ব্যবহৃত ডিসকভার নীল-কালো রঙ্গের ১০০ সিসি মোটরসাইকেল যাহার রেজি: নং সিরাজগঞ্জ-হ- ১১-৯৯৯৬ রেখে অফিসের কাজে ভিতরে যাওয়ার ১৫ থেকে ২০ মিনিট পরে ফিরে এসে সেখানে মোটরসাইল দেখতে পাননি। তিনি অনেক খোঁজাখুঁজির পরে কোন কূলকিনারা না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
তাড়াশে ঘন ঘন মোটরসাইকেল চুরি বিষয় আক্ষেপ করে মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা বলেন, বিগত দিনে অনেক মোটরসাইকেল চুরি হলেও এখনও চোরচক্ররের কাউকে আটক করতে পারেনি পুলিশ। আমরা নিজেরাও চুরি আতংকে আছি।
এ বিষয় থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের অনুসন্ধ্যান টিম কাজ করছে এখনও কোন সন্ধ্যান পাইনি। তবে অভিযান অব্যহত চলছে।