তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাউল বিতরণ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ১৬০ জন উপকার ভোগীদের মাঝে জন প্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
বৃহস্প্রতিবার ওই চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: বাবুল শেখ, ট্যাগ অফিসার মো: আব্দুল লথিফ ইউপি সদস্য মো: সোলায়মান হোসেন, পরিবর্তন এনজিও’র সমন্বয়কারী রুখসানা রুপাসহ অন্যান্যরা।
সদর চেয়ারম্যান বাবুল শেখ বলেন- এই ভিজিডি কার্ড এর চাউল দু:স্থ মহিলাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উপহার দিয়েছেন। এই ভিজিডি কার্ডের চাউল আমি বা আমার কোন মেম্বার দেই না। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
উপকার ভোগীদের অনেকেই জানান, আমাদের চেয়ারম্যান সাহেব খুব ভাল মানুষ। করোনাকালীন সময়ে চেয়ারম্যান বাবুল শেখ আমাদের বাড়ীতে বাড়ীতে চাউল পৌছে দিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া করি। তিনি দির্ঘজীবি হোক।