তাড়াশ মডেল প্রেসক্লাব থেকে বহিস্কার হলেন গোলাম মোস্তফা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়ম-দূর্নীতি, অনৈতিক ও স্বেচ্ছাচারিতা মূলক কার্যকলাপারে দায়ে প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) দুপুরে তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি হওয়ার পর থেকে সংগঠনের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়ম-দূর্নীতি, অনৈতিক ও স্বেচ্ছাচারিতা মূলক কার্যকলাপ করে আসছিলেন। এর প্রেক্ষিতে গত শনিবার তাড়াশ মডেল প্রেসক্লাব এর কার্যনির্বাহীর এক জরুরী সভায় আলোচনার প্রেক্ষিতে সদস্যগণের সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে সাধারণ সদস্যপদ স্থগিত সহ বর্তমান সভাপতির পদ হতে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ মডেল প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও সিনিয়র সদস্য রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবৎ সংগঠনের অনৈতিক, অনিয়ম-দূর্নীতি এবং র্যাব-১২ কর্তৃক জুয়ার আসর হইতে আটক, তাড়াশ উপজেলার গুড়পিপুল গ্রামের শামসুল হক এর সেচ সংযোগ দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। যা সংগঠনের সংবিধানের স্বার্থ পরিপন্থি এবং তার কার্যকলাপ সংগঠনের ভাবমূর্তি দারুণ ভাবে ক্ষুন্ন হয়েছে। আর এ কারণে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।