তাড়াশ

তাড়াশ পৌর শহরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি

 


লুৎফর রহমান, তাড়াশঃ


মুষলধারে বৃষ্টির কারনে পৌর এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।


বিশেষ করে পৌর শহরের খানপাড়া, উত্তর পাড়া, প্রফেসর পাড়া সহ বেশ কিছু এলাকা টানা বৃষ্টিতে এখন পানির নিচে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এবং একইসাথে বৃষ্টি না কমায় জলাবদ্ধতার কবলে থাকা এলাকাগুলোতে নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এসব এলাকার মানুষ। এসব এলাকার পথঘাট, ডোবা, নালা ও পুকুর পানিতে তলিয়ে গেছে।


শহরের পানি নিষ্কাশনের কোন পথ না থাকায় বৃষ্টির পানি শহরের নিম্নাঞ্চলে বাসবাসকারীদের রাস্তাঘাট ডুবে বাড়িঘরে উঠতে শুরু করেছে। শহরের পানি নিক্সাষনের একমাত্র খালটি প্রভাবশালীরা দখল করায় পানি বের হতে পারছে না। এতে মানুষের যাতায়াতের ভোগান্তি বেড়েছে।


পৌর শহরের খান পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক খান অভিযোগ করে বলেন,বৃষ্টির কারণে রাস্তায় এখন হাঁটু পানি। এভাবে বৃষ্টি হলে পানি ঘরে উঠে যাবে। পানিতে ডুবে আছে চলাচলে একমাত্র রাস্তা। তিনি আরো বলেন খাল গুলো প্রভাবশালীরা দখলে নিয়েছে।পার্শ্বে রয়েছে বেশ কয়েকটি পুকুর। এই পানি এখন যাবে কোথায়। গুটি কয়েক লোক পৌরসভার একমাত্র খাল দখল করার কারনে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
্প্রসঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন অপরিকল্পিতভাবে খাল দখল করার কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।


এ বিষয়ে তাড়াশ পৌর সচিব আশরাফুল ইসলাম ভুইয়ার সাথে মোবাইল যোগাযোগ করা হলে তিনি জানান অতি দ্রুত পানি নিক্সাসনের ব্যবস্থা করা হবে।