তাড়াশ নাদোসৈয়দপুর বাহির পাড়াগ্রামে অগ্নিকান্ডে ৫টি বসতবাড়ী পুড়ে ছাই।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর বাহির পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বসতবাড়ী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছেন।
জানা গেছে, সোমবার দুপুরে ওই গ্রামের নফল মৃধার বাড়ীতে আগুন লাগে।
এ আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশী জাহাঙ্গীর আলম, আলহাজ আলী, গোলাম হোসেন ও ইমাম আলীর বসত ঘরসহ আসবাবপত্র, গহনা, ধান, চাল, ভুট্টা, রসুন, কালাই ও পড়নের কাপড় চোপর পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটে। এ আগুন নিভাতে প্রতিবেশীরা চেষ্টা করেও ব্যর্থ হন। অভিযোগ রয়েছে, পাশ্ববর্তী উল্লাপাড়া উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে আসতেই উল্লেখিত বাড়ীঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউপি মেম্বর আনোয়ার হোসেন বলেন, এ অগ্নিকান্ডে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের আর্থিক সাহায্যর ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে তাড়াশ উপজেলায় নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করার জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।