তাড়াশ ছাত্রলীগের কমিটি ঘোষণা রুবেল সভাপতি, শামীম সম্পাদক
প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ):
দীর্ঘদিন পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী এক (১) বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) রাতে ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদর স্বাক্ষরিত ওই তালিকায় এই কমিটির অনুমোদন দেন। এতে সভাপতি হিসেবে মো: ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: শামীম আহম্মেদ আকাশ।
সভাপতি মো: ইকবাল হাসান রুবেলের সঙ্গে সহসভাপতি পদের রয়েছেন ৪ জন। সাধারণ সম্পাদক মো: শামীম আহম্মেদ আকাশের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৪জন।রবিবার রাতে পর খবরটি তাড়াশ পৌঁছলে ছাত্রলীগ নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করায়। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শহরে আনন্দ মিছিল বের করা হয়।