তাড়াশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রজত ঘোষ কে পৌর পুজা উদযাপন পরিষদের ফুল দিয়ে বরণ
তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধাসংহতি পরিষদের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি, চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রী কলেজ ছাত্রসংসদের সাংস্কৃতিক সম্পাদক আশির দশকের ছাত্রনেতা বাবু রজত ঘোষ।
দলীয় সূত্রে জানা যায়,চলতি বছরের ১৪ ফেব্রয়ারী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রায় নয় মাস পর ১৮ নভেম্বরে উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।
ওই কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন বাবু রজত ঘোষ । ২৩ নভেম্বর মঙ্গলবার বাবু রজত ঘোষ কে ফুল দিয়ে বরণ করেন তাড়াশ পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি তুষার কান্তি প্রামানিক ও সাধারন সম্পাদক সুমন সাহা, দীপ্ত সরকার , গৌড় সাহা ,পিয়াল নস্কর,অংকন সরকার ,শোভন সাহা, পার্থ,শ্রীবাস চন্দ্র দাশ ।
এসময় রজত ঘোষ বলেন আমাকে উপজেলা কমিটিতে পুরায় যুগ্ম সাধারন সম্পাদক করার জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি/ সাধারন সম্পাদক কে ধন্যবাদ জানাচ্ছি।