তাড়াশ

তাড়াশে ৬ জুয়ারু আটক

লুৎফর রহমান, তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৬জন জুয়ারুকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আটককৃত জুয়ারিদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন গোন্তা এলাকার মোঃ কালু সরদার, মোঃ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আলী, মোঃ মনু মেম্বার, নিজাব আলী শেখ ও মোঃ আজিজুল হক।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে অভিযান চালিয়ে ৬জন জুয়ারুকে আটক করা হয়।
পরে বৃহস্পতিবার দুপুরে ৬জন জুয়ারুকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।