তাড়াশ

তাড়াশে ২শত মোটরসাইকেল নিয়ে স্বতন্ত্র প্রার্থীর শোডাউন

লুৎফর রহমান, তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে আগামী পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছেন মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সগুনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কুন্দইল বাজার থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে আবার কুন্দইল বাজারে ফিরে আসে শোডাউনটি।

এ প্রসঙ্গে সগুনা ইউপি চেয়ারম্যান প্রার্থী টিএম আব্দুল্লাহেল বাকী বলেন, আমি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ মাদক, সন্ত্রাস, এবং বাল্য বিয়ে নির্মূল করার চেষ্টা করে যাচ্ছি। গত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। কিন্তু এবার জনবিচ্ছিন্ন ব্যক্তিকে নৌকায় মনোনয়ন দেওয়ায় জনসাধারণের অনুরোধে স্বত্রন্ত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমার বিশ্বাস এবারো মোটরসাইকেল প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ্।