তাড়াশ

তাড়াশে সড়ক দুঘর্টনায় শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতি‌নি‌ধি:

সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে সড়ক দুঘর্টনায় সুমাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মারা গেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বারুহাস-রানীহাট আঞ্চলিক সড়কে সকাল ১০টার দিকে অটোরিক্স নিচে পরে সাত বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী। সে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।