তাড়াশে স্কুল ছাত্রীকে ব্ল্যাক মেইল-আটক ১
তাড়াশ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে মোবাইল ফোনে স্কুল ছাত্রীর সাথে রাত্রীযাপন করে গোপনে ভিডিও ধারণ করে ব্লাকমেইলের অভিযোগে মজিবুর রহমান (৩৬) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (২৮ জুন) রাতে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৭। আটককৃত হলেন- উপজেলার ভাদাস পশ্চিমপাড়া আবুল হোসেনের ছেলে মজিবুর রহমান (৩৬)। থানা সূত্রে জানা যায়, তাড়াশ পৌরসভার ভাদাস গ্রামে আবুল হোসেনের ছেলে মজিবুর রহমান মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর জন কল্যাণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (১৫) সাথে মোবাইলে পরিচয় গোপন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি স্কুল ছাত্রীকে নিয়ে বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে রাত্রীযাপন করে এবং স্মার্টফোনে অশ্লীল ভিডিও ধারণ করে।
পরে একাধিক দিন ওই স্কুল ছাত্রীকে তার সাথে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে ওই স্কুল ছাত্রী রাজি না হওয়ায় অশ্লীল ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিতে থাকে। এ বিষয় তাড়াশ থানা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, স্কুল ছাত্রীর অভিভাবক বিষয়টি আমাদের জানালে এস আই রবিউল ইসলাম ওই স্কুল ছাত্রীকে দিয়ে ফাঁদ পেতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০ নং ব্রীজে থেকে মজিবুর রহমান কে আটক করে। এ ঘটনায় তাড়াশ থানায় শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে। এবং আটককৃত আসামী মজিবুর রহমানকে শনিবার (২৯ জুন) সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।