তাড়াশে সিপিবি’র সমাবেশ বাধার মূখে পন্ড
তাড়াশ (সিরাজগঞ্জ)সংবাদদাতা:
“দুনিয়ার মজদুর এক হও” এ শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রায়গঞ্জ-তাড়াশ উপজেলা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরে গণ অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় ওই গণ অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিলে তা বাধার মূখে পন্ড হয়ে যায়।
দাবী দাওয়ার মধ্যে ছিল টিসিবি’র গাড়ী-দোকানের সংখ্যা বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু, ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের বেতন-বকেয়া-বোনাস পরিশোধ ও গণতন্ত্র ও ভোটাধিকার আদায়।
শুক্রবার সকালে তাড়াশ উপজেলা পৌর সদরে রায়গঞ্জ-তাড়াশ উপজেলা কমিটির উদ্যোগে ভিক্ষোভ মিছিল শেষে তাড়াশ প্রেসক্লাবের সামনে শান্তি পূর্ণ সমাবেশ করেন তারা। এ সময় ওই সমাবেশ চলাকালীন সময়ে তাড়াশ উপজেলা যুবলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ আলী বিদ্যুৎ সমাবেশে বাধা প্রদান করেন। এ সময় তারা ব্যানার কেড়ে নিলে সমাবেশ পন্ড হয়ে যায়। পরে ঘটনা স্থলে তাড়াশ থানা পুলিশ অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।
গণ অবস্থান-বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেট শেখ মো. মোস্তাফা নূরুল আমিন, সদস্য কমরেট প্রদীপ কুমার ভৌমিক, তাড়াশ উপজেলা কমিটির সভাপতি কমরেট আব্দুস সামাদ মন্ডল, সদস্য আব্দুল আবু হাসেন, আব্দুর রহিম, আব্দুর খালেক, মোছা.নাজমা খাতুন, মনোয়ারা খাতুন, আকলিমা খাতুন প্রমুখ।
লুৎফর রহমান
তাড়াশ,সিরাজগঞ্জ