তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
লুৎফর রহমান তাড়াশে:
সিরাজগঞ্জের তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনের সভাপতিত্ব করেন সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি এম রহমত উল্লাহ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল গনি লিমন।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক চলনবিল বার্তার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, নাটোর জজ কোর্টের সিনিয়র সহসভাপতি এডভোকেট আব্দুল ওয়াহাব, তাড়াশ মহিলা কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল ,গুড়দাসপুর চলনবিল প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম,সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা ইমরান আলী রানা, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, কবি শুকুর মাহমুদ তাড়াশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিউল হক বাবলু, ও প্রভাষক জাকির হোসেন ,তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, তাড়াশ প্রেসক্লাবে সহসভাপতি সাব্বির আহম্মেদ ও পবিবর্তনের প্রজেক্ট কর্ডিনেটর রোখসানা খাতুন প্রমূখ।