তাড়াশ

তাড়াশে সাদা রসুনের বাম্পার ফলন দাম নিয়ে শঙ্কায় কৃষক


লুৎফর রহমান তাড়াশ সিরাজগঞ্জঃ

চলনবিলের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিগত বছরগুলোর মত এ বছর ভালো ফলন হয়েছে দেশীয় ‘সাদা সোনা’ খ্যাত রসুনের। তবে দাম কম থাকায় লোকসান হবে এমন শঙ্কায় চাষীরা। কেননা কয়েক মাস আগে রসুন প্রতি কেজি ৭০-৭৫ টাকা দরে বিক্রি হত সেই রসুনের দাম কমে গিয়ে এখন ২৫-৩০ টাকা কেজি।
উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে উপজেলার প্রায় ৫২৫হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে। সেচ-সারের পর্যাপ্ত সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবারও ভালো ফলন হয়েছে কৃষি বিভাগ হতে রসুন চাষে কৃষককে উৎসাহিত ও সহযোগিতা করতে মাঠ পর্যায়ে কাজ করছেন কৃষি কর্মকর্তারা।
সরেজমিনে বুধবার বিকেলে উপজেলার নাদোসৈয়দপুর ,ধামাইচ ,চরহামকুড়িয়া বিন্নাবাড়ী চড় কুশাবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, গত বছরের তুলনায় এবছর রসুন চাষও যেমন বেশী হয়েছে তেমন ফলনও হয়েছে বাম্পার। কিন্তু দাম নিয়ে ব্যাপক শঙ্কায় চাষীরা এতে লোকসানের শঙ্কায় আছে লাভের আশায় থাকা রসুন চাষীরা।
নাদোসৈয়দপুর গ্রামের রসুন চাষী মিজানুর রহমান জানান, তিনি ১০বিঘা জমিতে রসুন লাগিয়েছেন। প্রতি বিঘা জমিতে রসুন চাষে শ্রমিক ও চাষ,বীজ, রাসায়নিক সার ও সেচ বাবদ খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। ফলন হচ্ছে প্রতি বিঘা ৬০-৬৫ মণ রসুন। প্রতি কেজি রসুন ৭৫ টাকা দরে বিক্রি করলে অনেক লাভ হতো। দাম কমে যাওয়ায় ২৫-৩০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার লুৎফুননাহার লুনা বলেন, বর্তমানে উপজেলায় দেশীয় ‘সাদা সোনা’ রসুন অন্যতম অর্থকরী ফসল হয়ে উঠেছে। লাভজনক হওয়ায় বর্তমানে এই ফসল ব্যাপক পরিসরে চাষ হচ্ছে। আবহাওয়া ভালো আছে। তাই এবারও রসুনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে সংরক্ষন করে কিছুদিন পরে বিক্রি করার জন্য।