তাড়াশে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি! থানায় জিডি
তাড়াশ(সিরাজগঞ্জ)সংবাদদাতাঃ সিরাজগঞ্জের তাড়াশে গোন্তা আলিম মাদ্রাসার সুপার আব্দুল মান্নানের বরখাস্তের নিউজটি প্রকাশ করায় তাড়াশ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়কে প্রাননাশের হুমকি দিলেন দিলেন সেই বরখাস্ত হওয়া সুপারের নাতি ও তালম ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলমাছ হোসেনের ছেলে মো: আতিক। বুধবার (২৪ ফেব্রæয়ারি) সন্ধায় সাংবাদিক হাদিউল হৃদয় বাদী হয়ে তাড়াশ থানায় সাধারণ ডাইরী দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক। জিডি সূত্রে জানা যায়, গোন্তা আলীম মাদ্রাসার অধ্যক্ষ বরখাস্ত এ শিরোনামে তাড়াশ নিউজ ২৪ একটি সংবাদ প্রকাশ হয় এই সংবাদটি সাংবাদিক তার ফেসবুক আইডিতে শেয়ার করে বিভিন্ন জনকে ট্যাগ করে। এর জের ধরে সুপারের নাতি আতিক মঙ্গলবার রাত ৮টা ৪৩ মিনিটে এই (০১৭৫১-৯৮৬৪৪৫) নম্বর থেকে তাঁকে ফোন দেন। এ সময় তাঁকে গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয়। সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, সিরাজগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি জিহাদুল ইসলাম, ,তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ,তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা,তাড়াশ রিপোটার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহম্মেদ প্রমুখ।