তাড়াশ

তাড়াশে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগ‌ঞ্জের তাড়াশে পা‌ড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় অত্র স্কুল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুস সালা‌মের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অ‌তিথি হিসেবে বক্তব্য রা‌খেন উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার মোঃ আখতারুজ্জামান।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা সহকা‌রি প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার আব্দুল ল‌তিফ, মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক মোঃ হাসান মনছুর, শিক্ষিক মোঃ শফিউল্লাহ, মোঃ শহিদুল ইসলাম, মোছাঃ শাহিনুর আক্তার, মোছাঃ তাহমিনা, মোছাঃ ফাহিমা, মোছাঃ নিলুফা ইসমিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সামাদ, মোত্তালেব, জামাল উদ্দিন, মোতালেব, আল আমিনসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছাঃ শাহিনুর আক্তার। উল্লেখ্য, চলতি বছরে অত্র বিদ্যালয় থেকে ৩০ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করবে।