তাড়াশে শতবছরের বাজার রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
তাড়াশ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজার উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১০জুন) সকালে বস্তুলবাজার সড়কের পাশে এ কর্মসূচি পালন করে তারা।
বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বস্তুলবাজার কমিটির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- মোজদার হোসেন, আতাউর রহমান, হাজী মোহাম্মদ আলাউদ্দিন প্রমূখ। কর্মসূচিতে এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে এলাকাবাসী বেশকিছু দাবি উЌাপন করেন এর মধ্যে সরকারি জায়গা লিজ নিয়ে ব্যবসা করে, সরকারকে নিয়মিত কর প্রদানের মাধ্যেমে দীর্ঘ যুগ যুগ ধরে এই বাজার টিকিয়ে রাখতে চায়। তারা আরো বলেন আমাদের পেটে লাথি মারবেন না, নতুন করে আর দোকান-পাট উচ্ছেদ করবেন না। আমরা সকল শর্ত মেনে নিতে রাজি আছি।
উপজেলার বস্তুল গ্রামের রাকিবুল ইসলাম রানা বলেন, আমরা শতবছরের বাজারটিকে রক্ষা করতে চাই। সরকারের সাথে আমাদের কোন বিরোধ নেই। লিজের মাধমে আমরা ব্যবসা করে খেতে চাই। সরকার আমাদের যেভাবে লিজ দেয় আমরা সেইভাবে নিতে চাই। গত ২ মে প্রায় ৪০টি দোকান উচ্ছেদ করায় বিভিন্ন পণ্যের সংকট হচ্ছে, দামও অনেক বেশি। আবার ৪০ টি দোকান বন্ধ হওয়ায় অনেকেই বেকার হয়ে পড়েছে। পূণরায় যেন আর কোন দোকান উচ্ছেদ না হয় সেদিকে সরকারের সু-দৃষ্টি কামনা করছি।