তাড়াশে র্যাব পরিচয়ে চাঁদা আদায়ের সময় ২ ভূয়া র্যাব সদস্যকে আটক
আজিজুর রহমান,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের তাড়াশে র্যাব পরিচয়ে চাঁদা আদায়ের সময়ে দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
বুধবার রাতে তাড়াশ উপজেলার মাধাইনগর থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঝাঐল পশ্চিমপাড়া মহল্লার মৃত সাহেব আলীর ছেলে আনিসুর রহমান (৪০) ও আবু সাঈদ প্রামানিকের ছেলে সোহেল রানা (৩৩)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলম দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব পরিচয়ে চাঁদা দাবি করছে এমন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানার মাধাইনগর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ভুয়া র্যাব সদস্যকে করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।