তাড়াশে র্যাবের অভিযান, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বুধবার দুপুরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় ওই মাদক ব্যবসায়ীর কাছে থেকে ৪০ পিচ ইয়াবা, ২ টি মোবাইল সেট, ২ টি সিম কার্ড উদ্ধার করা হয়। র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প থেকে বুধবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।আটক ব্যক্তি হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ঘরগ্রাম বদনীলি পাড়া গ্রামের মৃৃত: কবির প্রামাণিকের ছেলে মো: আব্দুর রশিদ (৫০)।
র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ রুহুল আমিন, (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে একটি দল অভিযানে নামে। এ সময় উপজেলার ঘরগ্রাম বদনীলি পাড়া গ্রামের রশিদ এর বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। পরে তার বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।