তাড়াশে র্যাবের অভিযান, ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক নারী ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় ওই নারী মাদক ব্যবসায়ীর কাছে থেকে ২০০ পিচ ইয়াবা, ১ টি মোবাইল সেট ও নগদ ১৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প থেকে সোমবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটক ব্যক্তি হলেন উপজেলার উত্তর অবদা বাঁধ এলাকার মৃত: নুর হোসেনের স্ত্রী সুফিয়া বেওয়া (৫২)। র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানী, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকারের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। এ সময় তাড়াশ থানার পাশে আধুনিক ডাক বাংলোর মেইন গেইটের সামনে সুফিয়া বেওয়া (৫২) কে আটক করা হয়। তার কাছে থেকে ২০০ পিচ ইয়াবা, ১ টি মোবাইল সেট ও নগদ ১৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্যঃ এর আগেও সুফিয়া বেওয়া মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এবং কারাভোগ করেছে।