তাড়াশে মৃত পোশাক শ্রমিক করোনা আক্রান্ত ছিলো না
লুৎফর রহমান , তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া পোশাক শ্রমিকের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক ল্যাবে ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। স্বজনরা জানান, গত ১ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরেন তাড়াশের মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের ওই পোশাক শ্রমিক। বাড়িতে এসে তার প্রচন্ড গলাব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়।
৬ এপ্রিল দুপুরে স্বজনরা তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে তাড়াশ উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়ি ও এর আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে।