তাড়াশে ভর্তুকিতে ধানকাটার যন্ত্র বিতরণ
লুৎফর রহমান তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে অর্ধেক মূল্য ভর্তুকিতে ধানকাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার তালম গ্রামের কৃষক মো.আতাহার আলীর হাতে এ কৃষি যন্ত্রের চাবি তুলে দেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান আনোযার হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লূৎফুন নাহার লূনা,তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ,বারুহাস ইউপি,চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার,উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর-মামুন প্রমুখ।
এ সময় এমপি আজিজ বলেন, মেটাল এগ্রো লিমিটেডের ধান কাটার এ মেশিনটির মূল্য ২৩ লক্ষ পঞাশ হাজার টাকা। সরকার কৃষি প্রনাদনায় আওতায় অর্ধেক মূল্যে কৃষককে ভতুর্কি দিয়েছে। চলতি বোরো মৌসুমে আটটি ধানকাটার কম্বাইন হারভেস্টার বিতরণ করা হচ্ছে। যা এ অঞ্চলের কৃষককে সাশ্রয়ী মূল্যে ধান কাটতে সহায়তা করবে।