সিরাজগঞ্জ

তাড়াশে ব্রি -৮৯ধান পাইলট প্রকল্পে সাফল্য

লুৎফর রহমান তাড়াশঃ


সিরাজগঞ্জের তাড়াশে নমুনা শস্য হিসেবে কৃষককেরা ব্রি ধান-৮৯ চাষ করে সাফল্য পেয়েছেন উপজেলার একাধিক কৃষক। এই ধান মুলত পাইলট প্রকল্প হিসেবে চাষ করেছেন বেশ কিছু কৃষক। বিশেষ করে পৌর এলাকার উলিপুর গ্রামে ব্রি ধান ৮৯ চাষ হয়েছে বেশী।


উপজেলা কৃষি বিভাগ সূত্র জানা যায়, ব্রি ধান-৮৯ চাষের বেশ কিছু সুবিধা রয়েছে। এই ধানে রোগ বালাই কম হয়। পোকার আক্রমণও কম হয়। অন্যান্য জাতের ধানের তুলনায় সাত থেকে দশ দিন আগে পেকে যায়। ফলনও অনেক বেশি। দামে ও ধরনে ব্রি ধান-২৯ মতই।
বৃ-পাচান গ্রামের প্রবীন স্কুল শিক্ষক আলহাজ্ব মফিজ উদ্দীন বলেন, ১৮ বিঘা জমিতে ব্রি ৮৯ ধান চাষ করেছিলাম । রোগবালাই তেমন নেই বললেই চলে। প্রতি বিঘায় ৩৭ থেকে ৩৯ মণ করে ফলন হয়েছে।


এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা বলেন, নমুনা শস্য হিসেবে চলতি বোরো মৌসুমে ৬০ হেক্টর জমিতে ব্রি ধান-৮৯ চাষ করে সাফল্য পাওয়া গেছে। আগামীতে অধিকাংশ ক্ষেতে কৃষকেরা এই ধানের চাষ করবেন বলে আশা করা যাচ্ছে।