তাড়াশ

তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসত বাড়ি পুড়ে ছাই

লুৎফর রহমান, তাড়াশ :

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে মো. নোজাবত আলী নামের এক কৃষকের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের দক্ষিন মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ । তিনি জানিয়েছেন, এতে ওই কৃষকের ঘরে রাখা নগদ এক লাখ টাকা, আসবাব পত্র, স্বর্নালংকার, ধান, চাল তিনটি টিনসেড ঘরসহ প্রায় সাত লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

তাড়াশ সদর ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকতার হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যায় দক্ষিন মথুরাপুর গ্রামের আব্দুস সামাদ ফকিরের ছেলে কৃষক মো. নোজাবত আলী ফকিরের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত বাড়ির একটি ঘরে আগুন লাগে। পরে তা মর্হুতের মধ্যে সমস্ত বাড়িতে ছড়িয়ে যায়।

এতে ওই কৃষকের টিনসেডর তিনটি ঘর এবং ঘরে রাখা নগদ এক লাখ টাকা, আসবাব পত্র, স্বর্নালংকার,ধান,চাল, কাপড়সহ প্রায় সাত লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পরে খবর পেযে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গ্রামবাসীর সহযোগিতায় প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিযে আগুন নিয়ন্ত্রনে আনেন। এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য কৃষক মো. নোজাবত আলী ফকির জানান, সব পুড়ে যাওয়ায় তিনি সর্বশান্ত হয়ে পরেছেন।