তাড়াশ

তাড়াশে বৃদ্ধ কর্তৃক শিশুকে যৌন হয়রানি অভিযোগ

লুৎফর রহমান, তাড়াশ:

সিরাজগঞ্জের তাড়াশে ৭ বছরের শিশুকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে। শিশুর মা বৃহস্পতিবার বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করে।মামলার ভিত্তিতে তাড়াশ থানার এস, আই আব্দুল মতিন অভিযান পরিচালনা করে মাঠে কাজ করা অবস্থায় হোসেন আলী আটক করে।

ধর্ষক হোসেন আলী (৬৩) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বড় মাঝদক্ষিনা গ্রামের মৃত ইজ্জত আলী ছেলে। শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। গত মঙ্গলবার (০৩ আগষ্ট) ঘটনার দিন তার ‘মা’ও বাড়িতে ছিলেন না। ঐদিন সকাল সারে ১১ টার দিকে হোসেন আলী শিশুটির বাড়িতে যান ও শিশুটিকে ঘরে নিয়ে নানা প্রলোভনে ফুসলিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেন। এবং বিষয়টি কাউকে বললে তাকে ও তার বাবা মাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। পরে শিশুটি কেঁদে কেঁদে সবাইকে ওই ঘটনা বলে দেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ধর্ষন চেষ্টার অভিযোগে হোসেন আলী নামে একজন আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়েছে।