তাড়াশে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, স্বাস্থ্যসেবা বিভাগ এবং বাজেট অধিশাখার সহযোগিতায় ৩০০ জন মা ও শিশুদের বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা প্রদান করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) সকালে গ্রাম্য চিকিৎসক আজিজুর রহমানের সভাপতিত্বে উপজেলার বারুহাস ইউনিয়নে কুসুম্বী নাজাতুল্লাহ আয়েশা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুলে যৌথভাবে আয়োজন করে চলনবিল দুঃস্থ মহিলা সংস্থা (সিডিএমএস) ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটির অভিজ্ঞ ডাক্তার বিউটি রাজ ও ডাক্তার আব্দুল মাজেদ ৩০০ রোগীকে সবধরনের চিকিৎসা সেবা দেন এবং ওষুধ বিতারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুসুম্বী নাজাতুল্লাহ আয়েশা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, চলনবিল দুঃস্থ মহিলা সংস্থা (সিডিএমএস)’র পরিচালক আব্দুল মালেক, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সবুজ, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,কোষাধ্যক্ষ সোহেল রানা সোহাগ প্রমুখ।