তাড়াশে বিএনপির আহবায়ক কমিটি থেকে ১ ডজন নেতার পদত্যাগ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
পক্ষপাতিত্ব, অগণতান্ত্রিক ও স্বজনপ্রীতির অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা
বিএনপির আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন দলীয় নেতাকর্মীরা। এদের মধ্যে
পাঁচজন যুগ্ম আহবায়ক সহ ১২ জন সদস্য রয়েছেন। তাদের দাবি আহবায়ক কমিটি
পূর্ণগঠন করার। ইতোমধ্যে তারা তাদের পদত্যাগপত্র কেন্দ্র ও জেলা বিএনপির বরাবর দাখিল
করেছেন।
জানা যায়, তাড়াশ উপজেলা বিএনপির সার্বিকভাবে মতামত না নিয়ে একটি আহবায়ক
কমিটি গঠন করলে শুরুতেই বিতর্ক দেখা দেয় এবং দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।এ
নিয়ে তারা একাধিকবার সংঘর্ষেও জড়িয়ে পড়ে। আহবায়ক কমিটি থেকে সদ্য
পদত্যাগকারী যুগ্ম আহবায়ক জয়নুল আবেদীন মাহবুব জানান, আহবায়ক কমিটির
আহবায়ক ও সদস্য সচিব শুরু থেকেই দলীয় বিভিন্ন কার্যক্রমে পক্ষপাতিত্ব,অনৈতিক ও
আত্মীয়করণ কার্যক্রম চালাচ্ছেন। তারা আর্থিক সুবিধা নিয়ে ত্যাগী নেতাকর্মীদের
বাদ দিয়ে পছন্দের লোকজন কে নিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করছেন। যা
সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী।এসব ঘটনা কে কেন্দ্র করে তাড়াশ উপজেলা বিএনপি কয়েক
ভাগে বিভক্ত হয়ে পড়ে। বারবার এসব ঘটনা জেলা ও কেন্দ্রে লিখিত ও মৌখিকভাবে জানানো
হলেও এর কোন সুষ্ঠু সমাধান হয়নি।
তিনি আরো অভিযোগ করেন যে, সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের
পরামর্শে এ ধরণের অগণতান্ত্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ হেন পরিস্থিতিতে
উল্লেখিত আহবায়ক কমিটি কে অবাঞ্চিত ঘোষণা করে গণহারে পদত্যাগ করেন সিনিয়র
যুগ্ম আহবায়ক খন্দকার আবু সাঈদ, যুগ্ম আহবায়ক জয়নুল আবেদীন মাহবুব, হাসান
ইকবাল শহীদ, আব্দুল বারিক খন্দকার, অধ্যাপক আব্দুর রহিম সহ বিভিন্ন পর্যায়ের ১২ জন
সদস্য।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর কাছে
গণপদত্যাগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, পদত্যাগপত্র আমরা পেয়েছি। তবে তা
গ্রহণ না করে উভয়পক্ষকে নিয়ে একটি সমঝোতা করার চেষ্টা চালানো হচ্ছে।