তাড়াশে বজ্রপাতে নবম শ্রেনীর ছাত্রের মৃত্যু
তাড়াশ(সিরাজগঞ্জ)সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে ইমরান হোসেন (১৫) নামের নবম শ্রেনীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামের রবিউল করিমের ছেলে ।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ইউনিয়নে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি নারী সদস্য মোছাঃ হাসিনা খাতুন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নে ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে গুরি গুরি বৃষ্টি শুরু হলে ঐ সময় আকাশে প্রচন্ড বজ্রপাতের সৃষ্টি হয়। এ সময় ইমরান হোসেন গোসল করা জন্য বাড়ি পার্শ্বে পুকুরে যাওয়ার পথেই বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে তাড়াশ থানা (ওসি) ফজলে আশিক জানান, আপনাদের মাধ্যমে বিষটি জানতে পারলাম । খোঁজ খবর নিয়ে দেখছি।