তাড়াশে প্লাবন ভুমিতে মৎস্য উৎপাদন প্রকল্পের উদ্বোধন
তাড়াশ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে কমিউনিটি এন্টারপ্রাইজ মডেল এ প্লাবনভুমিতে মৎস্য উৎপাদন বৃদ্ধি স্কেল আপ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ৫টায় উপজেলার দেবীপুর মাদ্রাসা মাঠে
প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।কেজিএফ’র কারিগরি ও আর্থিক সহযোগীতা, দেবীপুর শিসউক
কমিউনিটি এন্টারপ্রাইজ এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যানঅধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সাবেক ডিজি হাবিবুর রহমান খাঁন, মৎস্য গবেষক কুতুব উদ্দিন, শিসউক প্রকল্প পরিচালক জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, ইউনিয়ন যুবলীগে যুগ্ন সাধারন সম্পাদক শাহিন ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, এ প্রকল্প তাড়াশ উপজেলা তথা চলনবিলাঞ্চলসহ সমগ্র বাংলাদেশে মাছের চাহিদা পুরণ করবে। এছাড়াও এ প্রকল্প তিনটি গ্রামের মানুষের সমন্বয়ে বাস্তবায়ন হবে তাই মানুষের মাঝে সৌহার্দ, সম্প্রতি,মমতাবোধ তৈরি হবে। এই তিনটি গ্রামের জনগন আর্থিক ভাবে লাভবান হবে বলে আমরা আশাবাদী।