তাড়াশ

তাড়াশে পোস্টার ছেড়া ও ভোট কেটে নেয়ার হুমকির অভিযোগ নৌকা প্রার্থীর বিরুদ্ধে

 

তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ ফেব্রেæয়ারী। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী অংশ নিচ্ছেন। নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকেরা আনারস প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা ও বিভিন্ন এলাকায় প্রবেশে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ময়নুল হক। অপরদিকে অন্যতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আব্দুর রাজ্জাক বিএসসি।

স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আব্দুর রাজ্জাক বিএসসি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগে বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের মোঃ ময়নুল হক কর্মী বাহিনী দিয়ে আনারস প্রতীকের পোস্টার ছিঁড়ে তার উপরে নৌকার পোস্টার লাগাচ্ছেন। এমনকি বিভিন্ন বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ভোট কেটে নিবে বলে বলে বেড়াচ্ছে। এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে নামধারী ক্যাডার বাহিনী নিয়োগ করে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের নির্বাচনী প্রচারনা থেকে বিরত থাকার জন্য বার বার হুমকি ধামকি দিচ্ছে।

উপজেলার পোওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারুহাস উচ্চ বিদ্যালয় ও দিঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একারণে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন।

এসব অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী মো. ময়নুল হক বলেন, প্রতিপক্ষ ভোটে হেরে যাবে একথা জানতে পেরে এসব ভিত্তিহীন অভিযোগ করছে।

এব্যাপারে উপজেলা রিটার্নিং অফিসার উজ্জল কুমার রায় বলেন, নির্বাচনে এখন পর্যন্ত সুস্থ পরিবেশ রয়েছে। আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। যারা অভিযোগ করেছেন, সে বিষয়ে কোন সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেবো।