তাড়াশে পুকুরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাড়াশে কাউরাইল গ্রামে শফিকুল ইসলাম ওরফে শাহআলম নামে এক মৎস্য ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাত লাখ টাকার মাছ নিধন করেছে । বৃহস্পতিবার রাতে কাউরাইল গ্রামে তার চাষকৃত পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী শাহআলম তাড়াশ পৌর এলাকার ১নং ওয়ার্ডের মৃত আবু হানিফের ছেলে।
বিষয়টি নিশ্রিত করেছেন পুকুরের মালিক গোলাম সরকার।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কাউরাইল গ্রামের আলহাজ গোলাপ হোসেন সরকারের তিনটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে পুকুরে খাবার দিয়ে পুকুরের কেয়ার টেকার লুৎফর রহমান ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখতে পান কে বা কারা শত্রুতা বসত পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে ওই পুকুরে থাকা প্রায় ৪৫-৫০ মন মাছ মরে ভেসে উঠেছে। এতে তার ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মৎস্যচাষি শাহআলম,বলেন, জমির মালাকানা নিয়ে গোলাপ সরকার ও তার ভাগ্নে তাহের গং দের মধ্যে দীর্ঘ দিন যাবত বিবাদ চলছিল এর রেশ ধরে আবু তাহের,আব্দুস সালাম, আবুল কালাম, জিনাত প্রাং সহ একাধিক লোক সংঘবদ্ধ হয়ে আমার চাষকৃত পুকুরে রাতের আধারে তারা বিষ প্রয়োগ করে । এতে আমার পুকুরে থাকা ৪৫-৫০ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কী হবে।
এ বিষয়ে অভিযুক্ত আবু তাহের বলেন, ঘটনাটি মিথ্যা ও বানোয়াট এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন আমার মামা গোলাম সরকার পুকুরে কোন মাছ ছিলনা ।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।