তাড়াশে পুকুরে বিষক্রিয়ায় ২শিশুর মৃত্যু
লুৎফর রহমান, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বিষ দেওয়া পুকুরে মাছ ধরতে গিয়ে বিষক্রিয়ায় ২শিশুর মৃত্য হয়েছে।
বিষয়টি নিশ্রিত করেছেন ভায়াট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের শাহজাহানের আলীর মেয়ে ঝতি(১০) ও একই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে বিথি(১৩) বিষ দেওয়া পকুরে মাছ ধরতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। এলাকাবাসী পুকুর থেকে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ২ শিশুর মৃত্য হয়।
মারা যাওয়া শিশু বিথির বাবা বাচ্চুমিয়া অভিযোগ করে বলেন পুকুরের গ্যাস থেকেই মেয়ের মৃত্য হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত পুকুর মালিক বরাত আলী বলেন,মাছ ধরার জন্য পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়েছি। সাঁতার না জানার কারনে তাদের মৃত্য হয়েছে। বিষক্রিয়ায় মৃত্য হয়নি।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ওসি ফজলে আশিক বলেন ঘটনা শুনেছি । অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।