তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লুৎফর রহমান তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে ই¯্রাফিল হোসেন(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ই¯্রাফিল উপজেলার বিনসাড়া গ্রামের মো: আল-আমিনের ছেলে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ ইশ্বরপুর গ্রামে শিশুটির নানার বাড়ি। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো: ইলিয়াস আলী ভূইয়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন পূর্বে শিশু ই¯্রাফিল তার মায়ের সাথে নানা বাড়িতে বেরাতে গিয়েছিল। গতকাল শুক্রবার সবার অজান্তে ই¯্রাফিল বাড়ির পার্শ্বের পুকুরে পানিতে পরে ডুবে যায়।
পরে পরিবারের লোকজন ই¯্রাফিলকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।
