তাড়াশে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর চারজন কর্মী আহত: পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ
তাড়াশপ্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাকের লাগানো পোষ্টার ছিড়ে ফেলার প্রতিবাদ করায় তার কর্মীদের পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল কুদ্দুস সরকারের সর্মথক তার লোকজন। বুধবার (২২ডিসেম্বর) সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাটাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বলদীপাড়া গ্রামের মুজিবুর রহমান ভুইয়া (৭৬), তার ছেলে জাহাঙ্গীর আলম, দেশীগ্রামের আনিসুর রহমান ।
এদের মধ্যে গুরুত্বর আহতবস্থায় মুজিবুর রহমান ভুইয়াকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, দেশীগ্রাম ইউনিয়নে গতকাল (মঙ্গলবার) স্বতন্ত্র প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাকের আনারস প্রতীকের পোস্টার কাটাগাড়ী বাজারে লাগানো হয়। পরপরই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুল কুদ্দস সরকারের সর্মথকরা পোষ্টার ছিড়ে ফেলে। এতে স্বতন্ত্র প্রার্থী কর্মী বৃদ্ধ মুজিবর রহমান ভুইয়া প্রতিবাদ করেন। এ নিয়ে বুধবার সকালে তিনি কাটাগাড়ী বাজারে চাষ্টলে দাড়িয়ে ছিলেন। এ সময় কফিল উদ্দিন, রুস্তম আলী, বাবুল হোসেন, রহিম উদ্দিন, জহুরুল ইসলাম ও রাশেদ আলীসহ ১০/১২জন মিলে লাঠিসোটা নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাকের কর্মীর ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী (আনারস) জ্ঞানেন্দ্রনাথ বসাক বলেন, তাঁর পোস্টার ঝোলাতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বাধা দিচ্ছেন ও তারা আমার কর্মী ও সমর্থকদের মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে চলছে। আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী আব্দুল কুদ্দস সরকার জানান, এ ঘটনাগুলো কারা ঘটিয়েছে আমার জানা নেই। খোজ নিয়ে দেখছি। তবে মারামারি করা কারো কাম্য নয়। নির্বাচনে দাড়িয়েছি , জনগনের ভোটের মাধ্যমেই নির্বাচন হবে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলে আশিক বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষ কে সতর্ক করা হয়েছে আর যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।