তাড়াশে ধানের বস্তা চাপায় কৃষকের মৃত্যু
তাড়াশ(সিরাজগঞ্জ)সংবাদদাতা :
সিরাজগঞ্জের তাড়াশে ধানের বস্তা চাপা পড়ে কামরুল হক (৩০) নামের কৃষকের মৃত্য হয়েছে। । ১৫(সেপ্টেম্বর)বুধবার সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের চকজয়কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। তিনি চকজয়কৃষ্ণপুর গ্রামের এসাহাক মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ। এলাকাবাসী সুত্রে জানা যায়,বুধবার সকালে ধান বিক্রি করার জন্য বাড়ী থেকে ৮০ কেজি ওজনের ধানের বস্তা কাঁধে করে পার্শ্ববতী বিলের মধ্যে থাকা নৌকাতে নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গেলে তার শরীরের উপর ধানের বস্তা পরলে সে গুরত্বর আঘাতপ্রাপ্ত হয়।। এ অবস্থা দেখে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এর কিছুক্ষন তিনি মারা যান।