তাড়াশে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
হাদিউল হৃদয় ,তাড়াশ সিরাজগঞ্জ;
উঠতি বোরো ধানের ন্যায্য দাম না পেয়ে সিরাজগঞ্জের তাড়াশে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। সোমবার ২০ মে বেলা সাড়ে ১১টার দিকে তাড়াশ প্রেসক্লাবের সামনে ‘আমরাও আছি পাশে’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন করেন তারা। এতে কৃষক ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাব আলী কিরণ, কমিউনিষ্ট পার্টির সভাপতি ইমান আলী, জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা কমিটির সদস্য গোলাম হাফেজ, বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মীর শহিদুল ইসলাম, বিশিষ্ট লেখক এম রহমত উল্লাহ্ধসঢ়;, গাজী সাইদুর রহমান সাজু, সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক
রাজু, নারী নেত্রী রোকসানা খাতুন, কৃষক শাহ আলম প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকেরা তাদের অতি কষ্টে ফসল ফলিয়ে সেই ফসলের ন্যায্য মূল্য পায় নাই। এখন বাজারে ধানের যে দাম তাতে উৎপাদন খরচই উঠছে না। অথচ এই ধানের ওপরই একটি কৃষক পরিবারের সবকিছু নির্ভর করে। কৃষক পরিবারের এক বছরের খাবার, ছেলেমেয়ের লেখাপড়া সবকিছুই এই ধানকে ঘিরে। ধানের ন্যায্য দাম না হলে কৃষক পরিবারে কষ্টে সীমা থাকে না।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনের আহবায়ক গোলাম মোস্তফা বলেন, নতুন বোরো ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। প্রতি মণ ধানে লোকসান দিতে হচ্ছে। এবার মৌসুমী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধান কেনায়, চরম বিপাকে পড়ছে ধান চাষীরা। কৃষকরা ধার দেনায় জড়িয়ে ধানের আবাদ করে উৎপাদন খরচও তুলতে পারছেন না। কৃষকদের কষ্টার্জিত ধানের ন্যায্য মূল্যে নিশ্চিত করে ধান কিনে কৃষকের কান্না থামায়ে দিন এবং সরকারিভাবে
বেঁধে দেওয়া দর নিশ্চিত করতে উপজেলার প্রতিটি হাটগুলোতে প্রশাসনের নজরদারির দাবি জানাচ্ছি।