তাড়াশে দায়িত্ব বুঝে নিলেন উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানরা
হাদিউল হৃদয়, তাড়াশ:
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত তাড়াশ উপজেলা চেয়ারম্যান, ভাইস
চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানগনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৫ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের প্রথম সভায় উপজেলা
নির্বাহী কর্মকর্তা ইফ্ধসঢ়;ফাত জাহানের সভাপতিত্বে উপজেলা একাডেমিক
সুপারভাইজার নুরুন নবী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের
সংসদ সদস্য ডা: আব্দুল আজিজ।
এরপূর্বে বিদায়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল হক নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান
মনিরুজ্জামান মনিকে দায়িত্ব হস্তান্তর করেন। একই সময় নর্ব-নির্বাচিত ভাইস
চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম দায়িত্ব
গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার ১৭টি দপ্তরের অফিসারবৃন্দ, ৮ ইউনিয়নের চেয়ারম্যানগন,
আ’লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে দায়িত্ব বুঝে নেওয়ার আগে বিশাল গাড়ির বহর নিয়ে উপজেলায় প্রবেশ করেন
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের সমর্থকরা। তারা তাদের নেতাদের
শ্লোগান দিয়ে মুখরিত করে তুলেন উপজেলা চত্বর।
দায়িত্বভার গ্রহন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, তাড়াশবাসী
আমাকে নির্বাচিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তাড়াশের
প্রশাসনকে সাথে নিয়ে তাড়াশ থেকে মাদক সন্ত্রাস নিমূর্লে একত্রে কাজ করবো। সাথে
বাল্য বিবাহ ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখবো।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা তাড়াশ
উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।