তাড়াশে ত্রাণের জন্য পথ চেয়ে দিনমজুরা

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:

সিরাজগঞ্জের তাড়াশে অঘোষিত লকডাউন চলছে। উপজেলা প্রশাসন সব দোকানপাট বন্ধ ঘোষণা করেছে। সাপ্তাহিক হাট ও পশুর হাটও বন্ধ করে দেওয়া হয়েছে। সংক্রমণ এড়াতে সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়ে যায় উপজেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দিন এনে দিন খায় ওই শ্রেণির মানুষেরা চরম দুর্ভোগে রয়েছে। দিন দিন তাদের দুর্ভোগ ও সংকটের পাল্লা ভারী হচ্ছে। জরুরিভাবে তাদের মধ্যে ত্রাণ পৌঁছানো না গেলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে গত ২৯ মার্চ উপজেলায় সেনাবাহিনী টহল শুরু করার পর থেকে পৌর শহর থেকে গ্রামের মানুষজন সামাজিক দূরত্ব বজায় রেখে চললেও গতকাল মহিষলুটি মৎস আড়ৎ ও গুল্টাহাট-বাজারে আবারও জটলা দেখা যাচ্ছে।প্রশাসনের লোকজন থাকলে তারা সরে যাচ্ছে। তারা চলে গেলে আবারও ভিড় বাড়ছে। গতকাল থেকে হাট-বাজার ও পথঘাটে খেটে খাওয়া মানুষের অন্য রকম এক চিত্র দেখা গেছে। ত্রাণ সহায়তার জন্য পথে পথে ঘুরছে তারা। কে কখন সাহায্য-সহযোগিতা নিয়ে আসবে এ অপেক্ষায় চৈত্র মাসের প্রখর রোদে বসে রয়েছে তারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, চৈত্র মাসের প্রখর রোদের তাপ উপেক্ষা করে কয়েকজন উপজেলার শহরের আলেপ মোড়ে, উত্তর ওবদার বাদ, বারোয়ারী বটতলা, হাসপাতল গেটে ত্রাণের জন্য অপেক্ষা করছে। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও কিছু ব্যক্তি উদ্দ্যেগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কিন্তু চাল-ডাল সহায়তার আক্ষেপ থেকেই যায় ওই সব দুঃস্থ মানুষের। ক্ষুধার্ত মানুষের চোখে ত্রাণের আকুতি দেখা যায়। এদিকে নিম্ন আয়ের লোকজনও পড়েছে বিপাকে। এই সময়ে তাদের ঘরে ধান না থাকায় তারা পড়েছে চরম দুর্ভোগে। উপজেলার তালম ইউনিয়নের গোন্তাবাজারে চা স্টলের দোকানদার রবিউল বলেন, কয়েকদিন হলে দোকান বন্ধ থাকায় ঘরে খাওয়ার চাল নেই। পরিবারে ৪ জন সদস্য খুবই কষ্ট দিন পার করছি। সরকারের কোন সহযোগিতা এখনও পাইনি। পৌর এলাকার উত্তর ওবাদা বাধের কুলি শ্রমিক গোলাম মোস্তফা বলেন, প্রতিদিন বাজারে কাজ করে
সংসার চালাতে হয় কিন্তু করোনার কারণে বাড়িতে থাকতে হচ্ছে। এভাবে থাকলে আমাদের না খেলে মরতে হবে। মাগুড়াবিনোদ এলাকার অটোরিক্সাচালক আব্দুল করিম বলেন, ‘রিকশা নিয়ে বের হলেই ধরছে পুলিশ। রাস্তায় কোন লোকজন নাই, ভাড়াও পাচ্ছি না। এখনও পর্যন্ত কোন প্রকার ত্রাণ পাইনি। মুঠোফোনে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ধসঢ়;ফাত জাহানের সরকারি (০১৭৩৩-৩৩৫০৩৪) এই নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ বলেন, উপজেলা নির্বাহী অফিসার ত্রাণ সামগ্রী বিতরণের সভাপতি এবিষয় আপনি উনার সাথে যোগাযোগ করুন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.