তাড়াশে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে কর্মবিরতি পালন
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)’র সদস্যদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভ‚মি) এর কার্য্যালয়ে কর্মরত কর্মচারীরা। কর্মবিরতি কর্মসূচী চলাকালে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের সিএ মো: আব্দুল হালিম, সার্টিফিকেট সহকারি (কম্পিউটার অপারেটর) মো.জাহাঙ্গীর হোসেন ও সহকারি কমিশনার (ভ‚মি) এর কার্য্যালয়ে নাজির মো.আল-মাহমুদ প্রমূখ।
কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, বিভাগীয় কমিশনারের কার্য্যালয়, জেলা প্রশাসকের কার্য্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয় ও সহকারী কমিশনার (ভ‚মি) এর কার্য্যালয়ে কর্মরত ৩য় শ্রেনীর কর্মচারীদের বেতন গ্রেড ও পদবী পরিবর্তনের জন্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ২০১১ সাল থেকে দাবি করে আসলেও অদ্যবধি সে দাবি পূরণ হয়নি।
বক্তারা আরো বলেন, ২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। দাবিসমূহ অদ্যাবধি বাস্তবায়িত না হওয়ায় মাঠ পর্যায়ে ৩য় শ্রেনীর কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালেক্টরেট সহকারি সমিতির সদস্যরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেজবাউল করিম বলেন, অফিসের কাজ রেখে কার্য্যালয়ের সামনে তারা কর্মবিরতি পালন করেছেন।