তাড়াশ

তাড়াশে তিনদিন অনশনের পর প্রেমিক যুগলের বিয়ে

লুৎফর রহমান, তাড়াশ :

অবশেষে বিয়ের দাবীতে তিনদিন অনশনের পর সিরাজগঞ্জের তাড়াশে অনশনরত নারীর সাড়ে তিন লাখ টাকা দেন মোহরানায় বিয়ে হয়েছে প্রেমিক কাওসার হোসেনের। রবিরাতে তাড়াশ পৌর এলাকার কাউরাইল গ্রামের কাউরাইল মহল্লায় মো. জামাল উদ্দিনের ছেলে প্রেমিক কাওসার হোসেনের বাড়িতে অনশনরতর্ খুটিগাছা মহল্লার হারেজ আলীর মেয়ের সাথে বিয়ে পড়ানো হয়।

তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মো.বাবুল শেখ নিশ্চিত করে জানিয়েছেন, উভয়পক্ষের সাথে আলোচনা করে সাড়ে তিন লাখ টাকার দেনমহোরানায় বিয়ে পড়ানো হয়। পরে সোমবার সকালে ছেলে ও মেয়ে দুজনকেই মেয়ের বাড়িতে পাঠানো হয়েছে।

প্রেমিক কাওসার হোসেনের বাবা জামাল উদ্দিন জানান, আমরা উভয়পক্ষের অভিভাবকগন আলোচনা করে বিয়ে দিয়েছি। প্রসঙ্গত, গত শুক্রবার বিকেল থেকে তাড়াশ পৌর এলাকার কাউরাইল মহল্লায় মো. জামাল উদ্দিনের ছেলে প্রেমিক কাওসার হোসেনের বাড়িতে অনশন শুরু করে প্রেমিকা পাশ্ববর্তী খুটিগাছা মহল্লার হারেজ আলীর ২২ বছরের মেয়ে। এসময় প্রেমিক কাওসার তাকে বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করবেন বলে হুমকি দেয় প্রেমিকা।