তাড়াশে টি.পি.এস’র উদ্দ্যোগে বৃক্ষ বিতারণ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে একটি সবুজ পৃথিবী চাই স্লোগাণে বৃক্ষ বিতারণ ও পরিবেশ সচেতনতা মূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকালে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দ্যা প্লান্টারস স্কোয়াড (টি.পি.এস) এর উদ্দ্যোগে ৭০০ জন গরীব দু:খী ও ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ। দ্যা প্লান্টারস স্কোয়াড (টি.পি.এস) আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সামিউল খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, সংগঠনের আহ্বায়ক পলক আহম্মেদ রুবেল। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক সদস্য খাইরুল বাসার, কাওসার আহাম্মেদ, কে এম রিয়াদসহ সংগঠনের সকল সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ্র উপস্থিত ছিলেন।