তাড়াশে জেল হত্যা দিবসে আলোচনা
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও শোক দিবসের পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ খন্দকার, মোজাম্মেল হক মাসুদ, খলিলুর রহমার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রজত ঘোষ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ, ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, যুবলীগ নেতা আনিছ প্রধান, বন্ধবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশ প্রমূখ।