তাড়াশে জিপিএ-৫ সবার শীর্ষে গুল্টা ল্যাব রির্চাস এন্ড সাইন্স একাডেমি
লুৎফর রহমান তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ সবার শীর্ষে রয়েছে গুল্টা ল্যাব রির্চাস এন্ড সাইন্স একাডেমি।
বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে,সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার ল্যাব রির্চাস এন্ড সাইন্স একাডেমির পরীক্ষার্থীরাই শতভাগ পাশসহ সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে।
এইবার এই ল্যাব রির্চাস এন্ড সাইন্স একাডেমি থেকে মোট ২০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন সকলেই কৃতকার্য হন। জিপিএ-৫ পেয়েছেন (এ+) ৯ জন,এ গ্রেড ১০জন, ও এ-১জন।
এ বিষয়ে গুল্টা ল্যাব রিচার্স এন্ড সাইন্স একাডেমির পরিচালক শামস ইয়াহিয়া বলেন, আমাদের একজন পরীক্ষার্থী মোঃ আব্দুস সবুর ১১৮৮ নম্বর পেয়ে উপজেলা পর্যায়ে ৩ হয়েছেন। নিয়মিত পড়াশোনা সাপ্তাহিক পরীক্ষা,সঠিক নিয়মকানুন মানার জন্য এ ফলাফল হয়েছে।