তাড়াশে চেইন মাষ্টারের নামে প্রকাশ্য চাঁদাবাজি
হাদিউল হৃদয়, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে পরিবহন থেকে প্রতিনিয়ত চেইন মাষ্টারের নামে চলছে বেপরোয়া চাঁদাবাজি। নাম মাত্র টোকেন ছাপিয়ে চাঁদা তুলে ভাগবাটোয়ারা করে নিচ্ছেন স্থানীয় প্রভাবশালী একটি প্রতারক চক্র। হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তাড়াশ এলাকার মহিষলুটি বাসষ্টান্ডে চাঁদাবাজি করছে একটি সংগঠিত চক্র। হাটিকুমুরুল-বনপাড়া নাটোর রোডে বাসষ্ট্যান্ডে রমরমা চাঁদাবাজি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে চলছে।অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে এসব অবৈধ্য কাজ পরিচালনা করে আসছে। নাম প্রকাশ না করার শর্তে অনেক অটোভ্যান, রিক্সা, নছিমন চালক জানান, হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে তাড়াশ এলাকার মহিললুটি বাসষ্টান্ডে রিয়াজ উদ্দিনের নেতৃত্বে, চকরসুল্লাহ গ্রামের আব্দুল জলিল, দিঘী গ্রামের আবু তালেব, দেবীপুর গ্রামের রুহুল আমিন ও হাসিুনর নামে প্রায় ১৫ জনের একটি সংগঠিত দল চাঁদাবাজি করে আসছে। কেউ বাধা দিলে দলীয় প্রভাব দেখিয়ে মারপিট, হুমকি ধামকি দেওয়া হয় চালকদের। যার ফলে নিরবে চাঁদা দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। স্থানীয় সচেতন মহলের দাবী এ চাদাবাজী বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরী প্রয়োজন।
চাঁদাবাজি চক্রের সদস্য আব্দুল জলিল বলেন, এতদিন কোন সাংবাদিক এগুলো নিয়ে কথা বলেনি, এর সাথে মহিষলুটির বড় বড় নেতা জড়িত আছে। এ কাজের সাথে কারা জড়িত তাদের কে আপনারা কিছুই করতে পারবে না। আমরা যা করি তা সবার সামনেই করি। অবশ্য পরে রিপোর্ট না করার জন্য অনুরোধ করেন তিনি।
চেইন মাষ্টার রিয়াজের কাছে জানতে চাইলে তিনি বলেন, মহিষলুটির সকল চেইন মাষ্টাররা আমার লোক, একই দল করি, আমরা দলীলোক, সব কিছু ম্যানেজ করেই টাকা তুলি।চাঁদাবাজি বিষয় উপজেলার নওগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে মহিষলুটি বাসষ্টান্ডে যে চেইনের নামে টাকা তোলা হয় সে বিষয়ে থানার ওসি সব জানে। আমি নিজেও বহুবার ওই টাকা তুলতে বিরোধিতা করেছি। কিন্তু কে শুনে কার কথা। প্রতিনিয়ত চলছে চাঁদাবাজি।
এ বিষয়ে মুঠোফোনে তাড়াশ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।