তাড়াশে গ্যাস বহনকারী কার্গো গাড়ীর চাপায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় তরল গ্যাস বহনকারী কার্গো গাড়ীর চাপায় মোটর সাইকেলের তিন আরহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন ও আরেক একজন আরোহী গুরুত্বর আহত হন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি তাড়াশ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জহুরুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে যমুনা তরল গ্যাস বহনকারী একটি কার্গো গাড়ী তাড়াশের মহিষলুটি এলাকার পশ্চিমে ব্রিজের সন্নিকটে আসলে বিপরীত দিক থেকে চারজন আরোহীসহ দ্রæতগামী একটি মোটর সাইকেলের সাথে মূখোমূখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের তিন আরোহী নিহত হন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের শ্রী হরেন কুমারের ছেলে স্বপন কুমার (২৫) ও একই গ্রামের শ্রী দ্বীজেন কুমারের ছেলে আশিষ কুমার (২৭) ও পলক (৩০)। নিহতরা সবাই কৃষি শ্রমিক।
এ দিকে দূর্ঘটনার খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ যৌথ ভাবে উদ্ধার অভিযান চালিয়ে লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান। এ সময় মহা সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ প্রায় ৪০ মিনিট টেষ্টা চালিয়ে যানজট নিয়ন্ত্রন আনেন ।