তাড়াশ

তাড়াশে গলায় রশি প্রতিবন্ধী শিশুর আত্মহত্যা

লুৎফর রহমান, তাড়াশ ঃ

সিরাজগঞ্জের তাড়াশের মানুষিক প্রতিবন্ধী শিশু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে।

বিষয়টি বারুহাস ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা নিশ্চিত করেছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, কুসুম্বী গ্রামের আব্দুল জলিলের ছেলে মানুষিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম (১২) প্রায় হাতে রশি নিয়ে ঘোরাঘুরি করত। ইতিপুর্বেও সে পানিতে ডুবে আত্মহত্যার চেষ্ঠা করেছিল। ঘটনার দিন দুপুরে সে নিজ ঘরের ধর্নার সাথে রশি বেঁধে গলায় পেঁচিয়ে সকলের অগচরে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ঝুলান্ত অবস্থায় আরিফুলের মৃত দেহ উদ্ধার করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।