তাড়াশে ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি বিতরণ
লুৎফর রহমান তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরের ১ম কিস্তির বরাদ্দকৃত অর্থ দ্বারা সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০(নভেম্বর) শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মমিন প্রমূখ।