তাড়াশে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সদস্যদের বঞ্চিত করার অভিযোগ,সাব লীজের অর্ধকোটি টাকা আত্মসাৎ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খোর্দ্দ মাধাই নগর গ্রামে নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় অবস্থিত ভুরুংগি বিল পুকুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে তারা প্রতিকার চেয়ে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে প্রকাশ, মৎস্য অধিদপ্তরের আওতায় পরিচালিত নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের ৬৭৪.৭৬ হেক্টর আয়তনের ৭৮৩ টি পুকুরের মধ্যে মাধাইনগর ইউনিয়নের খোর্দ্দ মাধাইনগর গ্রামে অবস্থিত ভুরংগি বিল পুকুর একটি।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, সরকারি নীতিমালা উপেক্ষা করে ২০১৪ ইং সাল থেকে ১৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উঁরাও সম্প্রদায়ের সদস্যদের বঞ্চিত করে, অপর ১৯ জন সদস্য মৎস্য অফিস কে ম্যানেজ করে সাব লীজ দিয়ে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাত করেছে। অথচ নীতিমালা অনুযায়ি সাবলীজ দেয়া সম্পূর্ণ বেআইনী।
নীতিমালা অনুযায়ি, পুকুর সংলগ্ন এলাকায় বসবাসরত দরিদ্র মানুষদের নিয়ে
একটি সুফল ভোগী দল গঠন করে, মাছ চাষ করে আর্থ সমাজিক অবস্থার উন্নতি ঘটাবে। সে অনুযায়ি ১২ বিঘা আয়তনের ভুরংগি বিল পুকুরে ৩৬ জন কে সদস্য করা হয়। এরমধ্যে ১৭ জন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্য রয়েছে। এছাড়াও নীতিমালা অনুযায়ি ১৭ জর নৃ গোষ্ঠীর সদস্যর বসবাস খোর্দ্দ মাধাইনগর গ্রামে হলেও অপর ১৯ জনের মধ্যে পার্শ্ববর্তী মাধাইগর গ্রাম থেকে পাঁচজন সদস্য কে নীতিমালা উপেক্ষা করে উক্ত পুকুরে সদস্য করা হয়েছে। ওই পাঁচজন সদস্যর মধ্যে ১৩ নং সদস্য মোছা: শিল্পী খাতুন, ১৫ নং সদস্য মোছা: আম্বিয়া খাতুন, ১৭ নং সদস্য মোতাহার হোসেন ও ১৮ নং সদস্য আব্দুল বাসেদ রয়েছেন।সরেজমিনে পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, পুকুরটি সাবলীজ নিয়ে চাষ করছেন পার্শ্ববর্তী রায়গঞ্জ উপজেলার শ্যামেরঘোণ গ্রামের মৎস্য ব্যবসায়ী মো:আলতাব হোসেন।
ঘটনার সত্যতা স্বীকার করে পুকুরটির সুফলভোগী দলের বর্তমান সভাপতি আবু সাঈদ বলেন, আদিবাসী সদস্যরা পরে সংযোজিত হয়েছে। এ নিয়ে আদালতে একটি মামলাও রয়েছে। তাছাড়া এ টাকা নিয়ে আমরা মসজিদের উন্নয়ন করেছি। এ কারণে তাদের হিস্যা দেয়া হয় না।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য অভিযোগকারী অখিল চন্দ্র উঁরাও ক্ষোভের সাথে বলেন, অবস্থাদৃষ্টে মনে হয় আমরা যেন এ দেশের নাগরিক নই। আমাদের ন্যায্য পাওনা থেকে বারবার বঞ্চিত করা হচ্ছে অথচ দেখার কেউ নেই।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,
বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। দীর্ঘদিন ধরে রাজনৈতিক সিদ্ধান্তে সমস্যাটি
ঝুলে আছে। ইতোপূর্বে উপজেলা প্রশাসনের উপ কমিটিতে তোলা হয়েছিল। কিন্তু
কোন প্রকার সিদ্ধান্ত নেয়া যায়নি।