তাড়াশে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ৪ হাজার মানুষকে গণটিকা দেওয়া হয়
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যায়ে বিশেষ গনটিকা কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জাতীয় পরিচয় পত্র বহনকারীর ২৫ বছরের উপরের বয়সের যে কেউ এ টিকা নিতে পারেছেন।
শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার তালম ইউনিয়ন ও বারুহাস ইউনিয়নের ৬টি কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ হাজার ২০জনকে গণটিকা প্রদান করা হয়।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের ২৪টি কমিউনিটি ক্লিনিকে ১২ হাজার টিকা প্রদান করা হবে। তারই ধারাবাহিকতায় প্রথম দিনে তালম ও বারুহাস ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ হাজার ২০জনকে হাজার প্রথম ডোজ সাইনোফার্ম টিকা প্রদান করা হয়েছে।